"দাম কত" প্ল্যাটফর্ম এ ব্যবসা করুন ।

“Dam Koto -দাম কত” হলো ক্ষুদ্র বা মাঝারি ব্যবসা উদ্যোগতাদের একটি বিকল্প বিক্রয় ব্যবস্থা । অন্যান্য বিক্রয় ব্যবস্থা থেকে, “Dam Koto -দাম কত” অধিক সম্ভাবনাময় ক্রেতাদের নিয়ে আসবে আপনাদের ব্যবসায় । যার মাধ্যমে ব্যবসায় দারুণ সফলতা আসতে পারে। উপরোন্ত, আপনার প্রোডাক্টসমুহ তুলনা করা হবে বিভিন্ন ই-কমার্স সাইট/ব্যবসার অনুরূপ প্রোডাক্টগুলোর সাথে, যা আপনাকে আপনার প্রতিযোগিদের থেকে এগিয়ে থাকার সুযোগ দিবে। “Dam Koto -দাম কত” অনলাইন ব্যবসার ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দার উন্মোচন করেছে।

Get it on Google Play

কেনো প্রোডাক্ট সেল করবেন "দাম কত" তে ?

সম্ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচন করুন

বিকল্প বিক্রয় ব্যবস্থা

আপনার শপ/পেইজ এর জন্য পেয়ে যান অনেক সম্ভাবনাময় ক্রেতাদের। নিজেকে আরো প্রকাশ করার মাধ্যমে ব্যবসার প্রসার করুন । ভিড় এর মধ্যে থেকে আলাদা ভাবে তুলে দরুন নিজেকে।

আরো গ্রাহক

স্মার্টফোনের এই যুগে, কেন পিছিয়ে থাকবে আপনার ব্যবসা। পৌঁছে যান আরো কাস্টমার এর কাছে "Dam Koto - দাম কত" প্ল্যাটফর্ম এর মাধ্যমে এবং প্রসারিত করুন আপনার ব্যবসাকে।

0% কমিশন

হ্যাঁ, ০%। আমরা আপনার বিক্রির উপর কোন প্রকার কমিশন নিবো না। আমরা বিক্রেতার স্বাধীনতায় বিশ্বাস করি । আপনার প্রোডাক্ট, আপনার বিক্রি , ১০০% আপনার নিজের ।

প্রতিদিন ৫০০০ এর উপর ব্যবহারকারি

সর্বাধুনিক প্রযুক্তির ধারা সমন্বিত

স্মার্ট প্ল্যাটফর্ম এর ধারা বিক্রয়

সাধারণ প্রশ্ন এবং উত্তরসমুহ

"দাম কত" বিষয়ক সাধারণ প্রশ্নসমূহ

অনলাইন ভিত্তিক কেনাকাটা ইদানিং বেশ জনপ্রিয় হয়ে উঠছে আমাদের দেশে। বিশেষ করে ফেসবুক কেন্দ্রিক হাজার হাজার শপিং পেইজ গুলো অনলাইন শপিংয়ে এনেছে নতুন মাত্রা । প্রতিদিন লক্ষ লক্ষ পণ্যের কেনাকাটা হচ্ছে শুধু ফেসবুক কেন্দ্র করে। জামা কাপড় থেকে শুরু করে গ্যাজেট পর্যন্ত যে কোনো কিছুই এখন নিমেষেই অর্ডার করা যাচ্ছে সরাসরি ফেসবুক পেইজ এবং শপ  গুলো থেকে। প্রতিদিন হাজার হাজার পণ্যের বিজ্ঞাপন দেখি আমরা নিউজ ফিড এ । প্রায়ই অনেক পণ্যই আমাদের নজর কাড়ে।

কিন্তু সমস্যার শুরু এখান থেকেই। প্রয়োজনীয় হোক কিংবা পছন্দের, কেনার সময় নির্দিস্ট পণ্য অনলাইনে খুজে বের করা এক দুরহ বেপার। বিশেষ করে কোন পেইজ এ কবে কাঙ্খিত পণ্যটি দেখেছিলেন সেটা বের করাতো আরো ঝামেলার। আর তার উপর এক এক শপ এ এক এক রকম দামের ব্যাপার তো আছেই। নিজের প্রয়োজনীয় পন্যের সঠিক দামটাই বের করা বড় দায়।

এইসব সমস্যা থেকে মুক্তি দিবে “দাম কত” অ্যাপ। অনলাইন ভিত্তিক শপগুলো থেকে নিমিষেই প্রয়োজনীয় পণ্য , বিবরন এবং দাম জেনে নিতে পারবেন সহজেই। চাইলে যে শপ পন্যটি বিক্রি করছে সেখান থেকে সরাসরি অর্ডার ও করতে পারবেন Facebook Messenger, Whatsapp, Website, Phone Call ইত্যাদি যেকোনো মাধ্যমে।

চাইলে যে কেউ তার নিজের অনলাইন শপ এর পন্য গুলো অ্যাড করতে পারবে , সম্পুর্ন বিনামুল্যে। ব্যবহারকারীদের তাদের প্রয়োজনীয় পণ্যের সঠিক তথ্য প্রদান করাই এই অ্যাপ এর মুল লক্ষ্য।

অনলাইন শপ গুলোর উদ্যোক্তাদের জন্যও “দাম কত” খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দুয়ার। চলুন দেখে নেই কিভাবে দাম কত আপনার ব্যবসাকে দেবে এক নতুন মাত্রা।

  • আপনার পণ্যের তথ্য পৌছে দিন প্রতিদিন হাজার হাজার ক্রেতার কাছে , সম্পুর্ন বিনামূল্যে।
  • আলাদা কোনো প্লাটফরম মেইন্টেন এর ঝামেলা নেই। অর্ডার হবে সরাসরি আপনার বর্তমান ফেসবুক পেইজ, ওয়েবসাইট , হোয়াটসঅ্যাপ, এস এম এস কিংবা ফোন এর মাধ্যমেই
  • আপনি যদি শুধু মাত্র ফেসবুক ভিত্তিক ব্যবসা করে থাকেন , তাহলে আপনার আলাদা ওয়েবসাইট কিংবা অ্যাপ ডেভেলপ করার কোনো প্রয়োজন নেই। স্মার্টফোনের এই যুগে “দাম কত” অ্যাপই আপনার হয়ে কাজ করবে
  • সবার চেয়ে একটু আলাদা ভাবে নিজের পণ্যকে পৌছে দিন আরো বেশি ক্রেতার কাছে।

"দাম কত" অ্যাপ এ সেল করতে আপনার কোনো আলাদা প্ল্যাটফর্ম মেইনটেইন করতে হবে না। আপনাকে শুধু আমাদেরকে ফেসবুক এর মাধ্যমে যোগাযোগ করতে হবে এবং আপনার প্রোডাক্ট এর প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করে ফেলতে হবে। ০-৩ কর্মদিবস এর মধ্যে আপনার প্রোডাক্ট ব্যবহারকারীরা দেখতে পারবেন অ্যাপ এ ।
-
বিঃ দ্রঃ যেহেতু এটি একটি ফ্রি প্ল্যাটফর্ম , নানা প্রতিকুলতার কারনে আমরা একটা শপ থেকে সপ্তাহে সর্বোচ্চ ১০ টি প্রোডাক্ট পাবলিশ করছি। আপনি ১০ টির বেশি প্রোডাক্ট সাবমিট করলে প্রথম ১০ টি এই সপ্তাহে এবং পরের ১০ টি পরের সপ্তাহে , এভাবে পাবলিশ করা হবে।

বাংলাদেশের বর্তমান জটিল অনলাইন শপিং সহজ করাই “দাম কত” অ্যাপের প্রধান লক্ষ্য। ক্রেতা এবং বিক্রেতাদের সাথে সমন্বয় করাই আমাদের মুল উদ্দেশ্য। তাই “দাম কত” আ্যপে আপনি আপনার পণ্য সেল করতে পারবেন সম্পুর্ন ফ্রি তে। নিম্নে আমাদের ফিচারসমূহ সম্পর্কে বিস্তারিতভাবে জানুন ।

স্ট্যান্ডার্ড

ফ্রি
  • ১০টি প্রোডাক্ট প্রতি সপ্তাহে
  • ০% কমিশন
  • ফ্রি ওয়েবপেজ
  • অ্যাপ এ হোমস্ক্রীন এ ফিচারড
  • অ্যাপ নোটিফিকেশন এ ফিচারড
  • কাস্টম ডোমেইন (www.yourshop.com)

প্লাটিনাম

২৯৯টাকা প্রতি মাস(সর্বনিম্ন ৬ মাস )
  • অফুরন্ত প্রোডাক্ট
  • ০% কমিশন
  • ফ্রি ওয়েবপেজ
  • অ্যাপ এ হোমস্ক্রীন এ ফিচারড(৩০দিনের জন্য)
  • অ্যাপ নোটিফিকেশন এ ফিচারড ( মাসে ৪বার)
  • কাস্টম ডোমেইন (www.yourshop.com)

All Rights Reserved.